রাজধানীর গুলশান-বনানীর কূটনীতিক পাড়ার নিরাপত্তা নিশ্চিতে তৃতীয় পর্যায়ের সিসি ক্যামেরা স্থাপনে ‘ল এন্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটি’কে (এলওসিসি) এক কোটি টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ)।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি আজ সকালে এলওসিসি’কে এই চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে এলওসিসি ও বিটিএমএ এর কর্মকর্তাসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৮ এপ্রিল রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে এলওসিসি আয়োজিত অনুষ্ঠানে সিসি ক্যামেরা কার্যক্রম ও স্মার্ট পার্কিং সিস্টেমের উদ্বোধন করা হয়।
গুলশানের ১০২ নম্বর রোডে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ৪২টি মনিটর দিয়ে ১০০০ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডিএমপি ২৪ ঘন্টা এই ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করছে।