যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় সিয়াটল নগরীতে শনিবার বিকেলে ক্রেন ধসে চার জনের প্রাণহানি ও আরো চার জন আহত হয়েছে।
দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, একটি ভবনের ছাদ থেকে ক্রেনটি ধসে নিচে ছয়টি গাড়ির উপরে পড়ে। দক্ষিণাঞ্চলীয় লেক ইউনিয়ন উপকূলের কাছে এ ঘটনা ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দমকল বিভাগ জানায়, এই দুর্ঘটনায় তিন পুরুষ ও এক নারী প্রাণ হারিয়েছে। এদের দুইজন ক্রেনের অপারেটর ও অন্য দুই জন ভিন্ন দুটি গাড়িতে ছিল।
এই দুর্ঘটনায় আহত চার জনের মধ্যে তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হচ্ছে- ২৭ বছর বয়সী এক পুরুষ, ২৫ বছর বয়সী এক নারী ও চার মাস বয়সী এক মেয়েশিশু। এদের অবস্থা আশঙ্কাজনক নয়।ক্রেনটি গুগলের একটি নতুন ক্যাম্পাসের ভবন নির্মান কাজে ব্যবহার করা হচ্ছিল।