ছোট পর্দায় সাফল্যের পর বড় পর্দায় ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন সিয়াম আহমেদ। এই ছবিতে পূজা চেরির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এই ঈদে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে বেশ প্রশংসিত হয়েছেন সিয়াম।
তবে তার প্রশংসা পাওয়ায় নতুন মাত্রা যুক্ত করেছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। ঢালিউডে সিয়ামের অভিষেককে স্বাগত জানিয়েছেন শাকিব। প্রশংসা করেছেন তার অভিনয়ের।
সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন দুটি ছবির মহরতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিব সিয়ামকে নিয়ে মন্তব্য করেন।
শাকিব বলেন, আমি চাই নতুন নতুন শিল্পী আসুক। সবাই সুন্দর সুন্দর কাজ উপহার দিক। তাহলে আমরা আরো সহজে এগিয়ে যেতে পারবো। যে হিরো (সিয়াম) এসেছে, তার জন্য অনেক দোয়া রইলো। সে অনেক ভালো করুক।
উল্লেখ্য, ‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে সিয়াম ও পূজা ছাড়া আরো অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, রেবেকা রউফ, সাঈদ বাবু, নাদের চৌধুরী প্রমুখ। ছবিটি পরিচালনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
আরএম/