সিয়ামের নায়িকা তিশা

ভাষা আন্দোলনকে উপজীব্য করে নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন ‘অজ্ঞাতনামা’ পরিচালক তৌকীর আহমেদ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে তার নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’।

টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোটগল্পের অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। শনিবার থেকে শুরু হচ্ছে চলচ্চিত্রটির শ্যুটিং।

‘ফাগুন হাওয়া’ ছবিতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। এমনটা অনেক আগেই শোনা গিয়েছিলো। কিন্তু তার বিপরীতে কে অভিনয় করবেন সেটি জানানো হয়নি। ‘ফাগুন হাওয়া’তে সিয়ামের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে।

‘হালদা’র সাফল্যের পর ফের তিশাকে নিয়েই নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা তৌকির আহমেদ। চলচ্চিত্রটি আরো অভিনয় করছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম, শাহাদাত হোসেন প্রমুখ।

আজকেরবাজার/এসকে