সিয়াম পূজা দেখা দিলেন ‘দহনে’

সিয়াম-পূজা নতুন ছবি ‘দহন’-এর শুটিং শুরু করেছেন এদিকে ৬ জুন থেকে। রাজধানীর উত্তরায় অভিনয়ের সময় তোলা তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে শুক্রবার।

সম্প্রিতি আসছে ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজা জুটির প্রথম সিনেমা ‘পোড়ামন ২’। এরই মধ্যে অন্তর্জালে প্রকাশিত হয়েছে ছবিটির কয়েকটি গান। প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা। অন্যদিকে অভিনয় ও নাচের জন্য দর্শকদের প্রশংসা পেয়েছেন সিয়াম-পূজা।

‘দহন’ ছবির জন্য সিয়াম নিজের লুকে কিছুটা পরিবর্তন এনেছেন। পোড়ামনে তাকে গ্রামের সরল ছেলেটি লাগলেও এখানে কিছুটা বখাটে সাজে এসেছেন এই অভিনেতা।

ছোট চুল, মুখ ভর্তি গোঁফ-দাড়ির সঙ্গে কানে দুল পরেছেন। অন্যদিকে পূজা হাজির হয়েছেন সাধারণ পোশাক পরা গরীব ঘরের মেয়ে হিসেবে।

‘দহন’ ছবিতে সিয়াম একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন। আর পূজা অভিনয় করছেন গার্মেন্টস কন্যার চরিত্রে।

আজকের বাজার/অারআইএস