চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘অজ্ঞাত রোগে’ গত পাঁচ দিনে ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, শিশুগুলোর প্রথমে জ্বরের সঙ্গে শরীরে বিচি ওঠে। এরপর কাশি ও শ্বাসকষ্ট হয়ে তারা মারা গেছে।তাদের সকলের বয়স তিন থেকে ১৪ বছরের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখান থেকে আরও ৪৬ শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এটা এক অজ্ঞাত রোগ।পরীক্ষা নিরীক্ষা করার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসবে। তারা সিদ্ধান্ত দেবে।
অসুস্থ ৪৬ শিশুর মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ভর্তি করা হয়েছে।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১২ জুলাই ২০১৭