ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাশবাড়িয়া এলাকায় বুধবার ভোর রাতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন মারা গেছেন।নিহতরা হলেন-ফজলু বেপারী(৬০),হান্নান(৪২)ও নুরুল আমিন(৫৫)।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক(এসআই)মো.আব্দুল্লাহ জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী কাঁচা মরিচ বোঝাই পিকআপভ্যান(ছোট ট্রাক)ও বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে চালকসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের একপাশে যানচলাচল বন্ধ ছিল। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান