চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস ও বড় দারোগারহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বড় দারোগারহাট বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে অন্য একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই গাড়ি চালকের সহকারী মো. লিটন মিয়া নিহত হন। আহত হন গাড়িচালক। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নিহত লিটন মিয়া ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর এলাকার মো. আবদুর রবের ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ জানান, গাড়ি দুটি ঢাকামুখী লেনে ছিল। পিছনের গাড়ির একটি চাকা পাংচার হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িকে ধাক্কা দেয়।
অন্যদিকে, একইদিন দুপুরে পৌর সদরের বাইপাস এলাকায় রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় শামিমা আক্তার নামে এক কিশোরী আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শামীমা উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার মনির আহমেদের মেয়ে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান