সীতাকুণ্ডে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। তবে র‌্যাব দাবি করেন যে, নিহত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট কুমিরায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, রাতে র‍্যাবের টহল দল ও আন্তঃজেলা ডাকাতদলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পরে তিনজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে র‌্যাব। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র।

আজকের বাজার/ আখনূর রহমান