সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

সীতাকুণ্ড উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি তারা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার এবং নিহতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুনের ভাষ্য, ছোট কুমিরা এলাকায় র‍্যাবের টহল দল ও আন্তজেলা ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব -৭ এর টহল দল।

নিহত ৩ ডাকাতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।