চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাড়ৈয়ারঢালা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘণ্টা খানেক পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
পাহাড়তলী কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতিকুর রহমান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস সীতাকু-ের বাড়ৈয়ারঢালা অতিক্রম করার সময় রেল লাইনের ওপর একটি পিকআপ ভ্যান পড়ে থাকতে দেখা যায়। চলন্ত ট্রেনটি পিকাআপে ধাক্কা দেয়। এতে পিকাআপের সামনের অংশ ভেঙে যায়। তবে কেউ হতাহত হয়নি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , রেললাইনে এসে পিকআপটি বিকল হয়ে গেলে ড্রাইভারসহ অন্যান্যরা পালিয়ে যায়। ঘণ্টা খানেক পর ঘটনাস্থল থেকে পিকআপটি সরানোর পর ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। ‘
এদিকে এই ঘটনায় চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে।