চট্টগ্রামের সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শিবপূজা ও তিনদিনব্যাপী শিব চতুর্দশী মেলা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণার্থীরা সীতাকুন্ডে আসতে শুরু করেছেন। আয়োজনকারীরা জানিয়েছেন- এবারে মেলা চলবে স্বাস্থ্যবিধি মেনে। তাই লোকসমাগমও কম হতে পারে।
সীতাকুন্ড বাজার থেকে পূর্ব দিকে পাহাড় পর্যন্ত দেড় কিলোমিটার পথের দুপাশে বসে মেলা। প্রথমে শংকর মঠ, ভৈরব মন্দির ও ব্যাস কুন্ড। এখানে চলে পুণ্যস্নান ও তর্পন। এটি পার হয়ে পাহাড়ের দিকে উঠতেই রামসীতার মন্দির। সেখানে আছে সীতার কুন্ড। এরপর মহাদেব বাড়ি। এ মহাদেব দর্শনে পূণ্য অর্জন করে হিন্দু ধর্মাবলম্বীরা। এরপরের গন্তব্য চন্দ্রনাথ মন্দির। সমতল থেকে ওই স্থানের উচ্চতা ১২০০ ফুট। তীর্থযাত্রীরা একইসাথে চন্দ্রনাথ মন্দিরও দর্শন করেন। অনেক পূর্ণার্থী একইসাথে সীতাকুন্ড বাজার থেকে ৫ কিলোমিটার দক্ষিণে বাড়বকুন্ডের অগ্নিকুন্ডে স্নান করে পূণ্য অর্জন করেন।
সীতাকুন্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বাসসকে জানান, ‘প্রায় ৩০০ বছর পূর্ব থেকে সীতাকুন্ডে শিব চতুর্দশী মেলার প্রচলন শুরু হয়। কালে কালে এ মেলা সনাতন ধর্মাবলম্বীদের কাছে ঐতিহ্যে পরিণত হয়েছে। ফাল্গুনী চতুর্দশী তিথিকে ঘিরে আয়োজিত মেলায় প্রতি বছর দেশ-বিদেশের লাখো তীর্থযাত্রীর আগমন ঘটে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছেন প্রশাসন ও মেলা কমিটির সদস্যরা। তবে করোনা মহামারির কারণে এবার মেলায় তীর্থযাত্রীর আগমন কম হতে পারে। তারপরও স্বাস্থ্যবিধি মেনে মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
পলাশ চৌধুরী বলেন, ‘মেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৪০০ সদস্য ও ৩০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। দেড় কিলোমিটার এলাকা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে সীতাকু- রেলস্টেশনে ৫টি আন্তঃনগর ও একটি মেইল ট্রেন তীর্থযাত্রীদের সুবিধার্থে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে।’