রুশ বাহিনী রোববার দিবাগত রাতে তাদের দেশের সীমান্তের কাছে ইউক্রেনের দুইটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সোমবার আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্ণর রোমান স্টারোভোয়িত টেলিগ্রাম বার্তায় বলেন, ‘আজ স্থানীয় সময় ৪:১৫ টায় রাশিয়ার রাইলস্কি জেলায় ইউক্রেনের সাথে লাগোয়া সীমান্তের কাছে মস্কোর বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইউক্রেনের দুইটি ড্রোন গুলি করে ভূপাতিত করে। ‘এতে কেউ হতাহত বা কোন ক্ষতি হয়নি। সেখানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’ খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান