সীমান্তজুড়ে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তে ‘কাগজপত্রবিহীন ব্যক্তিদের অবৈধ চলাফেরা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বৈঠকে ভারত এ উদ্বেগের কথা জানায়।খবর ইউএনবি।
বৈঠকে উভয় দেশের মন্ত্রীদ্বয় নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ সকল বিষয়ে দুদেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে সভায় সন্তোষ প্রকাশ করেন।
সীমান্ত ব্যবস্থাপনায় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রীদ্বয় দুদেশের সীমান্তরক্ষা বাহিনীর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার ওপর গুরুত্ব দেন।
এ সময় বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো সন্ত্রাসী, জঙ্গি, ও বিদ্রোহী গোষ্ঠী যাতে ভারতসহ অন্য কোনো দেশের ক্ষতি সাধন করতে না পারে সে বিষয়ে বাংলাদেশের গৃহীত নীতির ভূয়সী প্রশংসা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।
আলোচনার শুরুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আজকের বাজার/লুৎফর রহমান