রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ৯ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুবনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
রোববার ১০ ডিসেম্বর সকালে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর বিএসএফ একটি লাশ নিয়ে যায়।
নিহতরা হলেন চরভুবনপাড়া (ট্যাকপাড়া) এলাকার জালালের ছেলে আবু নাশরাফ (৪২) এবং একই এলাকার আলাউদ্দিনের ছেলে এরশাদুল মিঠু (৩০)।
খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সকালে ঘটনাস্থলে এসেছেন বলে জানিয়ে উপজেলার চার আশারিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সানাউল্লাহ মিয়া বলেন, গতকাল রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে নাশরাফ ও মিঠু ভারতে গরু আনতে যান। ফেরার পথে বিএসএফ তাঁদের পেছন থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে বিএসএফ একজনের লাশ নিয়ে যায়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন।
এ ব্যাপারে বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার জানান, এ বিষয়ে বিএসএফকে মেসেজ দেয়া হয়েছে। পতাকা বৈঠকের পর আবুর লাশ ফেরতের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
আজকের বাজার:এলকে /এলকে ১০ ডিসেম্বর ২০১৭