রাজশাহীর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত জামাল (৪৫) উপজেলার চর আষাড়িয়া দহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্তের বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জামালসহ কয়েকজন মিলে সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের মর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়া দহ বিওপি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই জামাল নিহত হন।
ঘটনার সত্যতা স্বীকার করে বিজিবির সাহেব নগর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সুলতান মোল্লা জানান, নিহত জামালসহ বেশ কয়েকজন গরু নিয়ে আসার জন্য অবৈধভাবে রাতে ভারতের ভেতরে অনুপ্রবেশ করে। এসময় বিএসএফের গুলিতে জামাল নিহত হলে তার সহযোগীরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে চলে আসে।
আজকের বাজার/এমএইচ