ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চোচপাড়া সীমান্তের ১৭১ নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যদের গুলিতে নিহত হন ওই যুবক।
নিহতের নাম জয়নাল আবেদীন (৩৫)। তিনি রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মো. মাঝিলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম জানান, তার এলাকায় নিহত জয়নালের শ্বশুরবাড়ি।
জানা গেছে, জয়নাল আবেদীন সীমান্তের ওপার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে, এতে তার মৃত্যু হয়।
আজকের বাজার / এ.এ