নাফ নদীর ওপারে সীমান্তের শূন্যরেখার কাছে মায়ানমার সেনাবাহিনী সদস্যদের আনাগোনায় সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিজিবি।
জানা গেছে, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার তামব্রু কোনাপাড়া সীমান্তের কাছে মায়ানমারের সেনারা টহল দিচ্ছে। এসময় সেখানে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, তমব্রু সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ডে’ থাকা অন্তত কয়েক হাজার রোহিঙ্গা সোমবার দুপুরে একসঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তারা এসে জড়ো হয় কুতুপালং, বালুখালী, থাইনখালী ও পালংখালীতে।
এসব এলাকায় বেশ কয়েক দিন ধরেই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এখনো অধিকাংশ খোলা আকাশের নিচে তাঁবু ছাড়াই অবস্থান করছে। গতকাল তিন দফা বৃষ্টিতে, তাদের ভিজতেও দেখা গেছে। রাস্তার দুই ধারে ত্রাণের জন্য অপেক্ষায় আছেন অনেকে। বয়োবৃদ্ধরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশে যেসব পথ দিয়ে আসছে, তাদের ১৭টি বিশেষ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ মোহাম্মদ। তিনি বলেন, জেলা প্রশাসনের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যারা মায়ানমার থেকে এসেছে সবাইকে তালিকভুক্ত করা হবে। চাইলেই যাতে তাদের খোঁজ পাওয়া যায়, সে জন্য তাদের ছবি, আঙুলের ছাপ নেওয়া হবে।
আজকের বাজার : এলকে/এলকে ১১ সেপ্টেম্বর ২০১৭