সীমান্তে ল্যান্ডমাইনের প্রতিবাদ: মিয়ানমার রাষ্ট্রদূতকে ফের তলব

বাংলাদেশে অব্যাহত ভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রতিবাদ জানাতে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে তৃতীয়বারের মতো তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

৬ সেপ্টেম্বর বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করীম তাকে তলব করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে অত্যধিক রোহিঙ্গা প্রবেশ করার ঘটনায় প্রতিবাদ জানাতে বুধবার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদূতের কাছে একটি পত্র হস্তান্তর করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সাথে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন স্থাপনের বিষয়েও প্রতিবাদ জানানো হবে।

ওই পত্রে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার আহবান জানানো হয়েছে।

গত দুই মাসের মধ্যে তৃতীয়বার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায়। দ্বিতীয় দফায় সীমান্তে জঙ্গি প্রতিরোধে যৌথ টহলের প্রস্তাব দেওয়া ও প্রথমবার রোহিঙ্গা অনুপ্রবেশের প্রতিবাদ জানানো হয়।

আজকের বাজার:এলকে/এলকে/ ৬ সেপ্টেম্বর ২০১৭