যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকা থেকে নয় ট্রাক ভারতীয় পানপাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার গত রাতে ৫৮ টন ভারতীয় পানপাতা ট্রাকগেুলো জব্দ করে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমাণ পানপাতা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে পানপাতা বোঝাই নয়টি ট্রাক আটক করে।
তিনি জানান, ট্রাকসহ পানপাতা যশোর বিভাগীয় শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান