এক বছরেরও বেশি সময় বন্ধ রাখার পর আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে আলজেরিয়া।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশটি তার সীমান্ত বন্ধ রাখে।
রোববার কেবিনেট বৈঠক শেষে প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে আলজেরিয়ার স্থল ও আকাশ সীমান্ত আংশিক খুলে দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীপরিষদ।
প্রস্তাবে প্রতিদিন পাঁচটি ফ্লাইট আলজেরিয়া থেকে আসা যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
আলজেরিয়া করোনার সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সীমান্ত বন্ধ রাখে।