ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার পরে সীমান্ত পিলারে দেয়া পাকিস্তানের নাম বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পর অপসারণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এখন পাকিস্তানের নামের পরিবর্তে সার্বভৌম বাংলাদেশের নাম লেখা হয়েছে বলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর আট হাজারেরও বেশি সীমান্ত পিলার স্থাপন করা হয়েছে যেগুলো ইন্দো/পাক (ইন্ডিয়া-পাকিস্তান) লেখা সম্বলিত। সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চট্টগ্রাম সীমান্ত এলাকার পিলারে থাকা এ নামগুলো অপসারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে বিজিবি তাদের নিজস্ব অর্থায়নে এ কাজ সম্পাদন করেছে।
আজকের বাজার/লুৎফর রহমান