৫ মে পর্যন্ত বর্ধিত সাধারণ ছুটির মাঝেই সীমিত পরিসরে আজ থেকে খুলেছে সচিবালয়। তবে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধই থাকছে।
গেল বৃহস্পতিবার সব বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে পরে জানানো হয়, কেবল ১৮টি নয়, জরুরি পরিষেবা ও কাজের সাথে সম্পৃক্ত সব মন্ত্রণালয়-বিভাগ এবং এর অধীন দফতরগুলো সীমিত আকারে খোলা রাখতে পারবে।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ও আজ থেকে দাপ্তরিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে এতে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি ২৫ শতাংশের বেশি না রাখতে বলা হয়েছে।
এদিকে, সীমিত পরিসরে খুলেছে তৈরি পোশাকসহ বিভিন্ন কারখানা। কাজে যোগ দিয়েছে শ্রমিকরা।