‘সুইটি’ নিয়ে আসছেন আইরিন

এ সময়ের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম চিত্রনায়িকা আইরিন। সম্প্রতি একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ‘সুইটি’ শিরোনামের নতুন এ গানটির কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়।

এ বিষয়ে আইরিন বলেন, সম্প্রতি কলকাতায় গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার শিল্পী আকাশ সেন। বেশ ভালো লেগেছে কাজটি করে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছে অনন্য মামুন টিম।

এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, গত ২৪শে মার্চ সন্ধ্যা ৬টা থেকে পুরো রাত টানা কাজ করে গানের শুটিং শেষ করেছি। কলকাতার একটি স্টুডিওতে এ গানের শুটিং করা হয়েছে। দর্শক এ গানে অন্য এক আইরিনকে দেখতে পাবেন।

জানা গেছে, গানটির প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। এপ্রিলের প্রথম সপ্তাহে দর্শক এটি উপভোগ করতে পারবেন।

এস/