সুইডিশ অ্যাকাডেমির তিন সদস্যের পদত্যাগ

বিভিন্ন কেলিম্কারির পর নীতিবিসর্জনের অভিযোগ তুলে সুইডিশ অ্যাকাডেমির তিন সদস্য পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা তিন সদস্য হলেন, লেখক পিটার ইংল্যান্ড, ক্লাস ওয়েস্টরগ্রেন ও জেল এস্পমার্ক। খবর দ্য লোকাল ডট এসই’র।

পদত্যাগ করা ওই তিন লেখক বলেছেন, এরপর থেকে তারা অ্যাকাডেমির আর কোন কার্যক্রমে অংশ নিচ্ছেন না।

 

আজকের বাজার/আরজেড