শনিবার সুইস-আল্পসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২জন সুইস এবং ২জন অস্ট্রিয়ান নাগরিক মারা গেছে। আঞ্চলিক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় সুইস ক্যান্টন অব ওয়ালিসে ৩০০০ মিটারের বেশী (১০ হাজার ফুট) উচ্চতায় গ্ল্যাটারস্পিটস হিমবাহের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়।
ওয়ালিস পুলিশ জানায়, প্রথম একজন প্রত্যক্ষদর্শী জানান , তিনি দুপুর ১২ টা ২৫ মিনিটে আকাশ থেকে একটি বিমান নিচে পড়ে যেতে দেখেছেন, পরে সেখান থেকে ধোঁয়া উড়তে দেখেছেন।
ফায়ারফাইটার ও উদ্ধারকারীরা হেলিকপ্টারে সেখানে পৌঁছে বিমানের আরোহী চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। সুইস দুই নাগরিকের বয়স ৫০ ও ৬৬ বছর এবং অস্ট্রিয়ান দুই নাগরিকের বয়স ৪৬ ও ৫০। দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান