সুইস ওষুধ কোম্পানি রোচে মঙ্গলবার ঘোষণা দিয়েছে, তারা সেপ্টেম্বরের শেষ নাগাদ ১৫ মিনিটের মধ্যে করোনাভাইরাস শনাক্তের টেস্ট শুরু করবে।
রোচে জানায়, এই টেস্টে বিশ্বব্যাপী মহামারিতে ৮ লাখ ৫১ হাজারের বেশীর মানুষের মৃত্যুর জন্য দায়ী সিভিয়ার একিউট রেসপাইরেটরি সিন্ড্রোম করোনাভাইরাস-২ শনাক্ত করা যাবে।
ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রির জন্য সিই মান স্বীকৃত দেশগুলোতে প্রথমে এই পণ্য সরবরাহ করা হবে। তবে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন চাওয়া হবে।
কোম্পানি এক বিবৃতিতে জানায়, “শুরুতে প্রতিমাসে ৪০ মিলিয়ন সার্স কোভ-২ র্যাপিড টেস্ট পণ্য সরবরাহ করা হবে। বছরের শেষে এই উৎপাদন দ্বিগুণের বেশী বৃদ্ধি পাবে।
রোচে বায়োটেক কোম্পানি এসডি বায়োসেন্সর ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই পণ্য উৎপাদন
ও বিতরণ করবে।