‘সুখবর নেই, শতাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে মোটেই সুখবর নেই।’

মঙ্গলবার (২৬ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচন চলাকালীন এ পর্যন্ত শতাধিক কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।’

তিনি বলেন, গাজীপুরের নির্বাচন আমাদের যে আশঙ্কা ছিল তাই ঘটছে।’

আরজেড/