একসময় নোবেল বিজয়ী সুচির প্রশংসায় মুখরিত ছিল চারদিক।এখন রোহিঙ্গা ইসুতে চারদিক থেকে ভেসে আসছে সুচির সমালোচন। সমালোচনার পাশাপাশি এবার আদালতেও যেতে হবে পারে এই নোবেল বিজয়ী নেত্রীকে।
রোহিঙ্গা নিপীড়নের জন্য অং সান সু চিকে সরাসরি দায়ী করে তার বিচার চেয়ে অস্ট্রেলিয়ার আদালতে আবেদন করেছে কয়েকজন আইনজীবী।
শুক্রবার মেলবোর্নের ম্যাজিস্ট্রেট আদালতে অস্ট্রেলিয়ার এই আইনজীবীরা সু চির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি প্রাইভেট প্রসিকিউশন আবেদন করেন।
তারা বলেন, মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন করেছে। এতে আরও বলা হয়, রোহিঙ্গা নিপীড়ন থামাতে সু চি তার অবস্থান অনুযায়ী ক্ষমতা ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। এর অর্থ দাঁড়ায়, রোহিঙ্গাদের জোর করে তাদের বাসস্থান থেকে তাড়াতে সেনাবাহিনীকে তিনি একরকম অনুমতি দিয়েছেন।
তবে, অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, সরাসরি কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা করতে হলে দেশটির অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল ক্রিসটিয়ান পোর্টারের অনুমতি পাওয়ার সম্ভাবনা খুবই কম।
আজকের বাজার / আরজেড