সুজন-হ্যালসলদের প্রস্তুত থাকতে বললেন পাপন

বাংলাদেশ জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে তাড়াহুড়ো না করে বরং সময় নিয়ে ভেবে-চিন্তে গুরুত্বপূর্ণ এই কাজটি সম্পন্ন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজ শেষ হতে না হতেই আবার শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এমতাবস্থায় কি করা যায় তা পরিকল্পনা করতে আজ তিন অধিনায়কের পাশপাশি কোচিং স্টাফদের সাথে বৈঠকে বসেন বিসিবি সভাপতি।

উক্ত সভায় তিন সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বোর্ড প্রধান নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবির মতো জাতীয় দলের তিন অধিনায়কও চান সময় নিয়েই নিয়োগ দেওয়া হোক জাতীয় দলের নতুন কোচের নাম। সেজন্য ঘরের মাঠের আসন্ন সিরিজগুলোতে কোচ ছাড়া খেলতেও প্রস্তুত মাশরাফিরা। শুধু তাই নয় কোচ ছাড়াও আসন্ন সিরিজগুলোতে নিজেদের সেরাটা দিতে আত্মবিশ্বাসী জাতীয় দলের অভিজ্ঞ ত্রয়ী।

যার ফলে বিসিবি এখন নিজেদের পরিকল্পনা অনুযায়ীই হাঁটবে কোচ নিয়োগের পথে। সেক্ষেত্রে আসন্ন সিরিজের জন্য টাইগারদের সহকারী কোচ রিচার্ড হ্যালসল ও সাবেক ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে প্রস্তুত থাকতে বললেন বিসিবি প্রধান। হাথুরুসিংহের পদত্যাগের পর বাংলাদেশের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব নিবেন সুজন এমনটা শোনা যাচ্ছিল। বিসিবি প্রধান আজও এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

তবে নিশ্চিতভাবে কিছুই বলেননি তিনি। রবিবার বিসিবির বোর্ড সভাতেই এই বিষয়ে সকল বোর্ড সদস্যদের মতামতের ভিত্তিতে গৃহীত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিষয়টি নিশ্চিত করে নাজমুল হাসান জানান, “কালকে আমাদের বোর্ড মিটিং আছে। সেখানে আমরা সিদ্ধান্ত নিব অন্তবর্তীকালীন অবস্থায় কাউকে আমরা এখান থেকে কাউকে হেড কোচ করবো কিনা। আপাতত যে রিচার্ড হ্যালসল আছে, বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন আছে।”

তাছাড়া কোচ নিয়োগে তাড়াহুড়ো করবে না সিদ্ধান্ত নিলেও ভালো কোচ পেলে যে এখনই নিয়োগ দেওয়া হবে না বিষয়টি এমন নয় উল্লেখ করে তিনি আরো বলেন, “কাল-পরশুও আমরা কোচ নিতে পারি। এটা ভিন্ন ইস্যু। আমি ওদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বললাম। যদি কোনো কারণে কোচ না পাই তাহলে যেন আমরা সব প্রস্তুতি নিয়ে রাখতে পারি।”
আজকের বাজার: সালি / ০৯ নভেম্বর ২০১৭