সুদানে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৮ জন ভারতীয় রয়েছেন।
খার্তুমে চিনামাটির এই কারখানায় আগুন লাগার ঘটনায় প্রথমে ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। পরে পাল্লা দিয়ে বাড়ে মৃত্যুর সংখ্যা। শেষ খবরে জানা গিয়েছে, ঘটনায় ২৩ জনের মৃত্যুর পাশাপাশি ১৩০ জন আহত হয়েছেন।
বিস্ফোরণের পরেই, দুর্ঘটনাস্থলে ছুটে যান ভারতীয় দূতাবাসের এক প্রতিনিধি। তিনি টুইট করে জানান, বিস্ফোরণে কয়েকজন ভারতীয় কর্মী প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন মারাত্মক আহতও হয়েছেন।
আজকের বাজার/লুৎফর রহমান