সুদান সরকার ও বিদ্রোহী বাহিনীগুলো দেশটিতে কয়েক দশক ধরে চলা যুদ্ধাবসানের লক্ষ্যে একটি যুগান্তকারি চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে সম্মত হয়েছে। এ যুদ্ধে দেশটিতে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র।
গত ৩১ আগস্ট এক ধরনের প্রাথমিক আনুষ্ঠানিকতার পর বিদ্রোহী কমান্ডারা এবং অন্তর্বর্তী সরকার আগামী ২ অক্টোবর এ ব্যাপারে একটি ‘চূড়ান্ত’ চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। গত বছর কট্টরপন্থী শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর এ অন্তর্বর্তী সরকার সুদানের ক্ষমতায় আসে।
সুদানের রিভলুশনারি ফ্রন্ট (এসআরএফ) হচ্ছে দেশটির পাঁচটি বিদ্রোহী গ্রুপ এবং চারটি রাজনৈতিক সংগঠনের একটি জোট। তারা সুদানের দক্ষিণাঞ্চলীয় দারফুরের বিস্তৃত পশ্চিমাঞ্চল এবং সাউথ কর্দোফান ও ব্লু নিল রাজ্যগুলো থেকে এসেছে। শান্তি, ন্যায় বিচার, অধিকার এবং কর্তৃত্ব ও সম্পদের সমবন্টনের লক্ষ্য নিয়ে এ চুক্তি করা হচ্ছে।