সুদিপ্ত হত্যা মামলায় দুই ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর ছাত্রলীগ নেতা সুদিপ্তকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলো- ছাত্রলীগকর্মী রাজীবুল ইসলাম রাজীব (২১) ও মামুনুর রহমান রাব্বী (২০)।

সোমবার (০৯ জুলাই) গভীর রাতে নগরীর খুলশী থানার বাঘঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এ তথ্য জানায় নগর গোয়েন্দা পুলিশ।

সিএমপির নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুদিপ্ত হত্যার দুই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ অক্টোবর নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

আজকের বাজার/এমএইচ