২০১৭-১৮ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৪৫৭ কোটি টাকা; যা মোট বাজেটের ১০ দশমিক ৪ শূন্য শতাংশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে এই তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে অভ্যন্তরীণ সুদ বাবদ ৩৯ হাজার ৫১১ কোটি টাকা ও বিদেশি ঋণের সুদ বাবদ ১ হাজার ৯৪৬ কোটি টাকা খরচ হবে।
চলতি ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধ বাবদ খরচ ধরা হয়েছিল ৩৯ হাজার ৯৫১ কোটি টাকা; যা মোট বাজেটের ১১.৭ শতাংশ। এর মধ্যে অভ্যন্তরীণ সুদ বাবদ ৩৮ হাজার ২৪৯ কোটি টাকা ও বিদেশি ঋণের সুদ বাবদ ১ হাজার ৭১১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল।
সংশোধিত বাজেটে দেখানো হয়েছে সুদ পরিশোধ বাবদ ব্যয় হয়েছে ৩৫ হাজার ৩৫৮ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ সুদ বাবদ ৩৩ হাজার ৪৯৫ কোটি টাকা ও বিদেশি ঋণের সুদ বাবদ ১ হাজার ৮৬৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৫-১৬ অর্থবছরে সুদ পরিশোধে খরচ বরাদ্দ দেওয়া হয়েছিল ৩৫ হাজার ১০৯ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা কমিয়ে ৩১ হাজার ৬৬৯ কোটি টাকা খরচের কথা জানানো হয়। ২০১৪-১৫ অর্থবছরের মূল বাজেটে সুদ পরিশোধ বাবদ বরাদ্দ ছিল ৩১ হাজার ৮০৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ২৯ হাজার ৮৬৫ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছিল।
আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭