সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলনে বোরো চাষে আগ্রহ বেড়েছে কৃষকের

চলতি মৌসুমে সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে কৃষকরা খুব খুশি। আমন ধানের ভালো ফলন হওয়ায় বোরো ধান চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় চার লাখ কৃষক পরিবার রয়েছে। এর মধ্যে প্রায় দুই লাখ কৃষক আমন ধান চাষাবাদ করেন। চলতি  মৌসুমে সুনামগঞ্জ জেলায় ৮৩ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এতে ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। যার বাজারমূল্য দাড়িয়েছে (৩৩ হাজার টাকা মেট্রিক টন দরে) এক হাজার ৮৯ কোটি  টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো জানায়, জেলায় চলতি আমন মৌসুমে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়রাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় আমন ধানের বেশি চাষাবাদ হয়েছে। চাষ করা ধানের মধ্যে বিনা ১৭, ব্রি ৪৯, ৯০, ৯৫ ও বিআর-২২, ব্রি ধান-৮৭ বেশি চাষ করা হয়েছে। পরপর তিন দফা মাঝারি ধরনে বন্যার কারণে আমন জমিতে পলি পড়ায় ধানের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি বিভাগের দাবি অনুযায়ী, প্রতি বিঘা জমিতে ১৪-১৮ মণ ধান উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে সাড়ে ৪ টন।

তাহিপুর উপজেলার লামাশ্রম গ্রামের কৃষক গুলেনুর বাসসকে জানান, তিনি এবার ১০ বিঘা আমন জমি চাষাবাদ করেছেন। ফলন ভালো হাওয়ায় তিনি কমপক্ষে দেড়শত মণ ধান গোলায় তুলতে পেরেছেন। তিনি আরো জানান, তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ চার সদস্যের পরিবার। খেয়ে পড়ে এবার আমনের ফলন দিয়ে বোরো চাষাবাদের খচর যোগানো যাবে।

একই উপজেলার বিন্নাকুলি গ্রামের স্বাবলম্বী কৃষক মো. মঈনুল করিম চৌধুরী বাসসকে জানান, অন্য বছর থেকে এবার আমন ধান ভালো হয়েছে। কয়েক দফা বন্যার কারণে পলি পড়ে জমি উর্বর হওয়ায় ও নিয়মিত বৃষ্টির কারণে ধানের ফলন ভালো হয়েছে এবার। তিনি আরো জানান, আমন ধানের ফলন ভালো হওয়ায় বোরো চাষেও আগ্রহ বেড়েছে কৃষকদের।

একই গ্রামের কৃষক আব্দুল আওয়াল বাসসকে জানান, এবার ৬ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। আমনের ফলন থেকে পরিবারের খরচ বাঁচিয়ে বোরো চাষ করতে পারবেন।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বাসসকে জানান, চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। গেল বর্ষায় বন্যা ও কয়েকবার পাহাড়ি ঢলের পানির সঙ্গে জমিতে পলি পড়ায় আমনের উৎপাদন ভালো হয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তিন হাজার টন ধান বেশি উৎপাদন হয়েছে। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা নিরাপদে ধান কাটা, মাড়াই-ঝাড়াই, ধান শুকিয়ে গোলায় গোলায় তুলছেন।

সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মঈনুল ইসলাম ভূঁইয়া বাসসকে জানান, এবছর সুনামগঞ্জে আমন ধানের ফলন বেশি হওয়ায় এখন পর্যন্ত আমন ধান সংগ্রহ করা হয়েছে ৩০১ মেট্রিক টন। যা গত বছরের তুলনায় সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৮ গুণ বেশি (গত বছর ৩৮ মেট্রিক টন সংগ্রহ ছিল)।

তিনি আরো জানান, সুনামগঞ্জ জেলায় বোরো ধানের চেয়ে আমন ধান চাষাবাদ কম হয়। এছাড়াও আমন ধান ফুড সেফটি হিসেবে কৃষকরা বিক্রি করেন না। কিন্তু এবার ফলন বেশি হওয়ায় এখন পর্যন্ত ৩০১ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হয়েছে। তবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে।