সুনামগঞ্জের ছাতক এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ যুবক নিহত হয়েছে। শুক্রবার ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৫টার দিকে জেলার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিশ্বনাথের মাহতাবপুরের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৭), সিলেটের জালালাবাদ থানাধীন টুকেরবাজার শেখপাড়া গ্রামের সোরাব আলীর ছেলে রাজু আহমদ (৩৫), একই গ্রামের ফজলুল হকের ছেলে তায়েফ (২৭) ও ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের শাহজাহান (৩০)।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, দ্রুতগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ডুবায় পড়ে যায়। গাড়িতে ৫ জন যাত্রী ছিল।
আজকের বাজার: এলকে/ ১৫ ডিসেম্বর ২০১৭