সুনামগঞ্জের দোয়ারাবাজারে সোমবার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
জমির হোসেন নরসিংপুর ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত শুক্কুর আলীর পুত্র।
স্থানীয়রা জানান, দুপুরে জমির হোসেন ছনখাইড় হাওরের একটি খালে জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/এমএইচ