সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাফর মিয়া (৪৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের গড়কাটি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জাফর মিয়া ওই গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে।
ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন জানান, সকাল ৮টার দিকে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যাদুকাটা নদীতে বারকি নৌকার পানি সেচ করতে গিযেছিলেন বালি-পাথর উত্তোলকারী শ্রমিক জাফর। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন।
বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন বজ্রপাতে জাফর মিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/ এমএইচ