জেলার সংবাদপত্র হকার্সদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সাংবাদিকদেও সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার রাতে সংগঠনের কার্যালয়ে সংবাদপত্রের তৃণমূল পর্যায়ের সংবাদকর্মী ও হকার্সদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মাহব্ুুর রহমান পীরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র নাদের বখত। সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ প্রতিনিধি এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশীদ, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি বাসস প্রতিনিধি আল হেলাল মো. ইকবাল মাহমুদ, দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলাল, গাজী টিভির প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার ও আরটিভি প্রতিনিধি শহীদনূর আহমেদ প্রমুখ।