জেলার ছাতক উপজেলায়,পৌর শহরের সুরমা সেতুর কাছে আজ সকালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫) ও ছাত্তার মিয়া (৩০) নিহত হয়েছে।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন। তাঁদেরকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পাগল হাসানের ঘনিষ্ট বন্ধু আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সংগীতশিল্পী ফজলে রাব্বী স্মরণ বলেন, গতকাল বুধবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাসান একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশায় করে তিনি ও তাঁর সঙ্গীরা গ্রামের বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে ফিরছিলেন। পথে সকাল ছয়টার দিকে ছাতকের সুরমা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসান ও ছাত্তার নিহত হন। আহত হন একই গ্রামের জাহাঙ্গীর, রূপণ ও লায়েছ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসানসহ দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তাঁর মৃত্যুর সংবাদে সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
এক বিবৃতিতে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এম মুহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ড.মোহাম্মদ সাদিক, সাবেক সংসদ সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম,জেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল আবেদীন,জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী,বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাউল আল হেলাল,জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বাউল শাহজাহান সিরাজ ও লেখক গবেষক সৈয়দা আখি হক গীতিকার সুরকার ও শিল্পী পাগল হাসানের মর্মান্তিক মৃত্যূতে গভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। (বাসস)