সুনামগঞ্জে সুুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকেছে জেলা শহরের নিম্নাঞ্চলে। এতে দুর্ভোগে পড়েছে লোকজন।
জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, বুধবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুরমার পানি ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে; মঙ্গলবার যা ছিল ৪৮ সেন্টিমিটার।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় পানি বেড়েছে। ইতোমধ্যে শহরের কিছু নিচু এলাকার রাস্তায় পানি উঠেছে।
এভাবে পানি বাড়তে থাকলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।
আরজেড/