সুনামগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ৭টায় সুনামগঞ্জ-সিলেট মহাড়কের ডাবর এলাকার একটি ব্রিজের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা লিমন পরিবহনের যাত্রীবাহী ওই বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ ঘটনায় নিহত আবু বকর (০৫) জেলার দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটির ছাদে মাল বোঝাই করা ছিল।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে কৈতক ও সুনামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লিমন পরিবহনের যাত্রী দুলাল বলেন, লক্করঝক্কর বাসটি ছিল খুবই দুর্বল। ছাদে ছিল প্রচুর মাল। হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাস দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/এমএইচ