সুনামগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ জুলাই) ভোরে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জিয়াপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আলী হোসেন (৩৮) ও একই গ্রামের মৃত উস্তার উল্ল্যার ছেলে জিলু মিয়া (৪০)।

উপ-পরিদর্শক সাইফুল আলম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।

রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ