সুনামগঞ্জের সদর উপজেলার কাঠইর ইউনিয়নের দিরাইর রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা ও একটি নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ।
বুধবার (২৫ জুলাই) গভীররাতে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লার নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের একটি টিম অভিযানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আজকের বাজার/একেএ