সুনামগ‌ঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

সুনামগ‌ঞ্জ সদর উপজেলায় বজ্রপা‌তে এক এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। শ‌নিবার দুপু‌রে উপজেলার শাফেলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা এইচএসসি পরীক্ষার্থী একা রানী দাস (১৮) ও একই গ্রামের এখলাছুর রহমান (৫৫)। একা রানী দাস ইসলামগঞ্জ ডিগ্রি ক‌লে‌জ থেকে এইচএস‌সি পরীক্ষা দিচ্ছিল।

স্বজনরা জানান, দুপু‌রে গ্রামে পাশে বো‌রো জমি‌তে কাজ করার সময় এখলাছুর রহমান ও একই সময়ে বা‌ড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে আহত হন একা। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

হাসপাতা‌লের চি‌কিৎসক তন্ময় জাম‌সেদ আলম বলেন, হাসপাতা‌লে নি‌য়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।

আজকের বাজার/একেএ/