সুনির্দিষ্টভাবে অমিক্রন মোকাবেলায় বুস্টার ডোজের ট্রায়াল শুরু মডার্নার

মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না বুধবার জানিয়েছে, তারা মহামারি করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় সুনির্দিষ্টভাবে তৈরি করা বুস্টার ডোজের ক্লিনিক্যাল ট্রায়াল কাজ শুরু করেছে। খবর এএফপি’র।
এ ট্রায়ালে প্রাপ্তবয়স্ক মোট ৬০০ জন অংশগ্রহণ করবেন। এদের মধ্যে অর্ধেক কমপক্ষে ৬ মাস আগে মডার্নার টিকার দুই ডোজ ইতোমধ্যে গ্রহণ করেছেন এবং বাকি অর্ধেক আগেই অনুমোদন দেয়া বুস্টারের তৃতীয় ডোজ টিকা নিয়েছেন।
অতএব, অমিক্রন ভ্যারিয়েন্টকে লক্ষ্য করে সুনির্দিষ্টভাবে তৈরি এ বুস্টার টিকাকে তৃতীয় ও চতুর্থ উভয় ডোজ হিসেবে মূল্যায়ন করা হবে।