সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ ‘নিখোঁজ’ তিনজনকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার ২২জানুয়ারি রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার অনুষ্ঠানে  এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তারা কতটুকু দোষী এরই মধ্যে  গোয়েন্দারা জানতে পেরেছে। তাদের বিরুদ্ধে মামলা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতারকৃতরা প্রশ্ন ফাঁসসহ শিক্ষা মন্ত্রণালয়ে নানা দুর্নীতিতে সম্পৃক্ত বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া লেকহেড গ্রামার স্কুলের নিখোঁজ মালিক খালেদ হাসান মতিনকেও গ্রেফতার দেখানো হয়েছে।

আজকের বাজার:এসএস/২২জানুয়ারি ২০১৮