গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় আজাদুল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহীর মুত্যু হয়েছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ রাস্তার চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদুল ইসলাম উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি গ্রামের চাঁদ মিয়ার পুত্র। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। এলাকাবাসী বলেন বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে বাইসাইকেলে সুন্দরগঞ্জ উপজেলা শহরের দিকে যাওয়ার সময় চৌরাস্তা মোড়ে পৌছিলে সামন থেকে আসা একটি ট্রাক আজাদুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান বলেন চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।
গাইবান্ধা/এস,এম শাহাদৎ হোসাইন