পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অভয়ারণ্য এলাকায় আজ ভোর ৫টায় অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে বন বিভাগ।
আটক জেলেরা খুলনা জেলার কয়রা উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু সাঈদ (৪১), একই উপজেলার অন্তবুনিয়া গ্রামের আবুল বাসার গাইন (৪২), মানিক চাঁদ শেখ (৬৩) ও পূর্ব কাটলা গ্রামের আবু তালেব (৫৬) ।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার সুলতান আহমেদ জানান, সুন্দরবনের স্মার্ট টিমের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আগরকৃপা বালাইঝাকি অভয়ারণ্য কয়েকজন জেলে চুরি করে মাছ ধরছেন। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আজ রোববার ভোর পাঁচ দিকে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুইটি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।