সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

সুন্দরবনে র‍্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান জলদস্যু রবিউল নিহত হয়েছে। শনিবার ১০ জুন দুপুরে খুলনা জেলার পাইকগাছা উপজেলার সুন্দরবন এলাকার হাড্ডা খালে এই ঘটনা ঘটে।

র‍্যাব-৬ আতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিল্পব এই বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন জানান, র‍্যাব-পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছালে জলদস্যু রবিউল বাহিনী গুলিবর্ষণ শুরু করে। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ শুরু করলে উভয়ের মধ্যে ঘন্টাব্যাপী গোলাগুলি হয়। পরে জলদস্যুরা পিছু হটে গেলে র‍্যাব-পুলিশ তল্লাশী করে ঘটনাস্থলে গুলিবিদ্ধ রবিউলের লাশ উদ্ধার করে।

এই সময় ঘটনাস্থল থেকে একটা বিদেশি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটা পাইপ গান, ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজকের বাজার: আরআর/ ১০ জুন ২০১৭